#

শামীম আহমেদ ॥ অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুইতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

 

এতে পৌরসভার টরকীচর এবং উপজেলার কটকস্থল, গোরক্ষডোবা, বাউরগাতি, কমলাপুর, বড়দুলালী, হোসনাবাদ, কুতুবপুর, চাঁদশী, দক্ষিণ মাদ্রা, ধানডোবা, সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ, অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে।

 

এছাড়া কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন