বরিশালে বন্ধু মেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহাজাদা হিরা: গতকাল ৭ জুন বন্ধু মেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার উদ্যোগে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বন্ধু মেলার সভাপতি মোঃ আছলামুল করিম, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেল এ.কে.এম.আখতারুজ্জামান তালুকদার মামুন, সহকারী পরিচালক জেলা সমাজসেবার কার্যালয় বরিশাল, কাজী আনোয়ার পারভেজ রানা,নিবাহী সম্পাদক দৈনিক আজকের বার্তা,হাফেজ নাজির আহম্মেদ তালুকদার, বাহ উদ্দীন গোলাপ, সহকারী রেজিস্টার বরিশাল বিশ্ববিদ্যালয়, মো মনিরুজ্জামান, শিক্ষক, বন্ধু মেলার সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা হিরা, অনুষ্ঠানের আহবায়ক, তৈাহিদুল ইসলাম শাওন, সদস্য সসচিব সৈয়দ মেহেদি হাসান, সদস্য আরাফাত হোসেন, সাইফুল ইসলাম সাকিলসহ সংস্থার সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।