বরিশালে বন্দর থানায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

:
: ৪ years ago

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নির্দেশক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

গত ০২ জানুয়ারী বন্দর থানা কর্তৃক আয়োজিত Online GD (Lost & Found) সফটওয়্যার সংক্রান্ত TOT (Training of Trainers) দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে Online GD (Lost & Found) সফটওয়্যারের গুরত্ব ও এর ব্যবহারিক নানা দিক নির্দেশনা প্রদান করেন।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি সদরপ্তরের কনস্টেবল মোঃ মোজাম্মেল হক ও কনস্টেবল আবীর সরকার (আইসিটি এন্ড মিডিয়া)।

 

এসময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সহ বন্দর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।