মুজিববর্যের অঙ্গীকার বীমা হোক সবার এই স্লোগান নিয়ে আজ ১ মার্চ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল জেলার বীমা প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গন বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
পরে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহকারী মহাব্যবস্থাপক জীবন বীমা কর্পোরেশন বরিশাল মোঃ মাসুদ মিয়া, উর্ধবতন মহাব্যবস্থাপক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ সোয়েব আহম্মেদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বীমার সাথে সংশ্লিষ্ট লাইফ, নন লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর কর্মকর্তা কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কম্পানিতে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএর অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার। আজ থেকে প্রতি বছর এই দিনটা উদযাপন করা হবে। আলোচনা সভা শেষে "বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে বীমার গুরুত্ব' রচনা প্রতিযোগীতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ী তিন জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com