বরিশালের মেহেন্দিগঞ্জের একটি নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মার্চ) ভোরের দিকে উপজেলার গজারিয়া নদীতে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ে জামাই একই উপজেলার বাজিদ খা গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
চরএককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য রফিক দফাদার জানান, গতকাল রাতে তারাবীর নামাজ শেষে শহিদ বিশ্বাস ও রাসেল বেপারী গজারিয়া নদীতে একটি ডিঙ্গি নৌকা নিয়ে মাছ শিকারে যান। রাতের যে কোনো সময় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। ভোরের দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা শহিদ বিশ্বাসের ঝলসানো লাশ উদ্ধার করে। এছাড়া আজ সকালে নদী থেকে রাসেল বেপারীর লাশ উদ্ধার করে অন্য জেলেরা।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান বলেন, ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় উভয়ের লাশ দাফন করার সিদ্বান্ত দেওয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com