বরিশালে বজ্রপাতে আহত হয়েছে ট্রলার চালক ও তার সহযোগি। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় টলার চালক জাহিদ মুন্সি (৪০) কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ মে) বিকেল তিনটায় বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের কালিজিরা ব্রিজ সংলগ্ন খেয়াঘাট থেকে মুরগীর খাবার নিয়ে ট্রলারযোগে ভোলা লালমোহনের উদ্দেশ্যে রওনা হবার মুহুূর্তে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাব্বীর বলেন, তিনি ট্রলারের ইঞ্জিন রুমে থাকায় তার উপর তেমন প্রভাব পরেনি। ট্রলার চালক বাহিরে বসে নৌযানটি নিয়ন্ত্রণ করার তার শরীরে বজ্রপাতের প্রভাব পড়ে। জাহিদ’র শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এবং কান দিয়ে রক্ত বের হয়। বজ্রপাত সাব্বীর’র শরীরে ক্ষতি না হলেও ঘটনার পর থেকে তিনি কানে কম শুনছেন বলে জানান। আহত জাহিদ ঝালকাঠি রাজাপুর উপজেলার সাকুরিয়া গ্রামের সিদ্দিক মুন্সির ছেলে। আহত দু’জনের মধ্যে জাহিদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com