বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাকে অবমাননার মামলায় শফিকুল ইসলাম নামে এক প্রধান শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (০৮ আগস্ট) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামিম আহম্মেদ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান বলেন, ‘আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করা হয় এবং আপিল শর্তে তাকে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত শফিকুল বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মার্চ কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাচ্ছিল্যতার সঙ্গে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির মুখের সামনে ধরেন। এ সময় উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। এরপর প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্র ও অভিভাবকদের স্কুল থেকে বের করে দেন।
ওই ঘটনায় ২০১৯ সালের ৩ ডিসেম্বর মামলা দায়ের করেন স্কুলের অভিভাবক সদস্য আব্দুল বারেক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com