বরিশাল নগর মাতৃসদন কেন্দ্রে ৯ মাসের বেতন বকেয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (১১ জুন) সকাল ১০ টা থেকে তারা কর্মবিরতিতে গিয়ে বকয়ো বেতনের দাবীতে বিক্ষেভ শুরু করে। আন্দোলনকারীরা জানান, সৃজনী বাংলাদেশের পরিচালনায় বরিশাল নগরের কাউনিয়া প্রধান সড়কে অবস্থিত এই কেন্দ্রে প্রজেক্ট অফিসার, ম্যানেজার, ক্লিনিক ম্যানেজার, মেডিকেল অফিসার এবং সেবিকা সহ ১০২ জন স্টাফ রয়েছে। এদের সবার বেতন ২০১৭ সালের অক্টোবর মাস থেকে বন্ধ রয়েছে।
এ বিষয় ওই কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গত ৯ মাস পর্যন্ত নগর মাতৃসদন কেন্দ্রের বেতন ভাতা বন্ধ রয়েছে। দেশের অন্য ২৪ টি কেন্দ্রের মতো নিয়মাঅনুযায়ী প্রতি ৩ মাস পর পর ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নগর মাতৃসদনের প্রধান কার্যালয়ে বিল পাঠানো হয়। কিন্তু গত ৯ মাস ধরে তারা কোন বিল পাশ করেনি। তিনি বলেন, এখন ঈদকে সামনে রেখে বকেয়া বিল চাওয়া হলেও কোন অগ্রগতি নেই। এমনকি বর্তমানে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। যে কারনে সকাল থেকেই কেন্দ্রের সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে এ সমস্যা নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষন করছে ভূক্তভুগিরা।