বরিশালে ৯ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বইপড়া কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ মে) জেলা শিল্পকলা একাডেমিতে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, বিকাশের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও আলোকিত মানুষ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। বিকাশের এ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। নতুন আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মধ্য দিয়েই প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। যাতে তারা পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়।
অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যক্রমে বরিশালের ব্যাপ্টিষ্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলেকান্দা রুপাতলী সাগরদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনষ্টিটিউশন, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলতাফ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ইউসেপ সৈয়দ বাড়ি আলেকান্দা টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
এর আগে মিলনায়তনে স্কুলগুলোর প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪০ জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com