এসএসসি পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষায় ফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ১৯ পাতায় পুন:নিরীক্ষার ফল তুলে ধরা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ৫ হাজার ৪৭৯ পরীক্ষার্থী ৬ হাজার ১৩৯ বিষয়ে আবেদন করে পুন:নিরীক্ষার জন্য। এতে ৩৯২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাশ করেছে ২৫১ জন এবং ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাশাপাশি সব মিলিয়ে ফল পরিবর্তনে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩০ পরীক্ষার্থী।
তিনি বলেন, পরীক্ষার খাতা দেখার সময় ভুলবশত কোনো ত্রুটি থাকার কারণেই জিপিএ-৫ এর বদলে ফেল এসেছিল ওই শিক্ষার্থীদের; যা পুন:নিরীক্ষায় জিপিএ-৫ এসেছে। খাতা প্রথম মূল্যায়নের সময় আরও সতর্ক থাকতে বলা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com