সাম্রাজ্যবাদ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা বন্ধ এবং আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ব্যানারে শনিবার (১৯ মে) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আ. রশিদ নিলু, অধ্যাপক দুলাল মজুমদার, অ্যাডভোকটে বিশ্ব নাথ দাস মুন্সি, ডা. মনিষা চক্রবর্তী,অধ্যাপক সুরেন্দ্র নাথ রায়, ছাত্র নেতা শন্তুমিত্র, দিপংকর কুন্ড ও নবীন আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com