বরিশালে ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত হামলা ও আগ্রাসন, ফিলিস্তিনে অবস্থিত নিরীহ মুসলমানদের উপর বোমা হামলা, জুলুম, হত্যা ,বর্বর নির্যাতনের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন আলেকান্দা আমতলার তরুন সমাজের উদ্যোগে আজ জুমাবাদ দুপুর ২ টায় নগরীর বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা মডেল মসজিদের খতিব মনিরুল ইসলাম, আলহাজ্ব ইউসুফ উদ্দীন জামে মসজিদের (নূরিয়া স্কুল মসজিদ) খতিব ফরিদ উদ্দীন আহম্মেদ, তোরাব আলী খান জামে মসজিদের খতিব নেয়ামত উল্লাহ কাসেমী, খান সড়ক জামে মসজিদের খতিব আবুল কাশেম বিন নূর,দূরানী বাড়ি মসজিদের খতিব মাওলানা ফেরদাউসুর রহমান সহ এলাকার সকল শ্রেণী-পেশা, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলে অংশ নেন ।
এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের ওপর নির্বিচারে নির্মম হামলায় চালাচ্ছে ইসরায়েল। বোমা হামলায় নিহত হচ্ছে নারী-পুরুষসহ শিশুরা। কিন্তু নৃশংস এ হামলায় বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ।
ফিলিস্তিনি নারী শিশুরা মারা গেলেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। এই বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরাইল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা এলাকায় বসতি গড়ে তোলে। শুধু তাই নয় প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের উপর তারা তাদের দখল করতে চায়। অবিলম্বে ইসরায়েলী হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হয়ে ফিলিস্তিনিদের মাতৃভূমি তাদের ফিরিয়ে দেয়ার আহবান জানান।
বক্তারা, ব্যবসায়িক ও জনসাধারনদের ইসরাইলি পণ্য বর্জন করা আহবান জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com