বরিশালে ফিরলেন নগরপিতা সাদিক আব্দুল্লাহ

লেখক:
প্রকাশ: ৫ years ago

ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসকে বিজয়ী করে ব্যক্তিগত কাজে দেশের বাহিরে অবস্থান করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

কিছুদিন দেশের বাহিরে থাকার পরে আজ তিনি তার নিজ শহর বরিশালে এসে পৌছেছেন।

 

আজ বিকেলে মেয়র বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌছান। সেখানে তাকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মীরা।

 

এদিকে মেয়র সাদিক আব্দুল্লাহ বরিশালে আশায় খুশি দলীয় নেতাকর্মী, নগরভবনের কর্মকর্তা-কর্মচারী তথা নগরবাসী।

 

উল্লেখ্য, ফুফাতো ভাই ব্যরিষ্টার ফজলে নুর তাপসকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থেকে কাজ করেছেন।