‘‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি সেবা, ত্যাগ ও অগ্রগতি’’স্লোগানে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল’র আয়োজনে বরিশাল সদর ফায়ার স্টেশন প্রাঙ্গণে, ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স সপ্তাহ’২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পরিচালনা ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল এবিএম মমতাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল ফারুক আহমেদ, সহকারী পরিচালক ফায়ার সার্ভিস সিভিল ও সিভিল ডিফেন্স বরিশাল আক্তারুজ্জামান সহ সুধীজন ফায়ার সার্ভিস কর্মকর্তা কর্মচারী ফায়ার ফাইটার রোভার স্কাউট বিএনসিসিরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরবর্তীতে তারা বেলুন ফেস্টুন উড়িয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
পরে সেখানে কেক কাটেন অতিথিরা। পরিশেষে ফায়ার সার্ভিসের গাড়ি বহর নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।