বরিশালে প‌ণ্যে প্লা‌স্টি‌কের মোড়ক ব্যবহার করায় অর্থদণ্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

 প‌ণ্যে পাটজাত মোড়‌কের প‌রিব‌র্তে প্লা‌স্টিক ব‌্যবহার করায় তিন ব‌্যবসা‌য়িক প্রতিষ্ঠান‌কে অর্থদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত।

মঙ্গলবার দুপু‌রে বরিশাল নগরীর বাজার রোড, কাটপ‌ট্টি ও না‌জি‌রের পুল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট লাকী দাস।

লাকী দাস ব‌লেন, সরকারি নিদের্শনা অমান্য করে পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করায় তিটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।