বরিশাল নদী বন্দরের কর্মহীন দুই শতাধিক ছিন্নমূল নারী, পুরুষ ও শিশুদের ৮ দিন ধরে প্রতিদিন রাতে রান্না করা খাবার দিচ্ছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এবং সাধারন সম্পাদক এসএম জাকির হোসেনের ব্যবস্থাপনায় গত ২৩ মার্চ থেকে প্রতিদিন রাতে রান্না করা খাবার বিতরন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা। গতকাল ৩০ মার্চ সোমবার রাত ৯টায় নদী বন্দরে নির্দিস্ট দূরত্ব বজায় রেখে দির্ঘ লাইনে বসা বিভিন্ন বয়সের ২ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ডিম সহ ভূনা খিচুরী বিতরন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন ও ফিরদাউস সোহাগসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন জানান, করোনার প্রভাবে বরিশাল নদী বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ। নদী বন্দর ঘিরে রুটি-রুজির যোগান দেয়া ছিন্নমূল মানুষগুলো বিপদগ্রস্থ অবস্থায় আছে তাই বরিশালের সাংবাদিকরা সারা দিন কাজের পর একত্রিত হয়ে কোন দিন ভাত আবার কোন দিন খিচুরী খাওয়াচ্ছেন ছিন্নমূলদের। করোনা সংকট যতদিন চলবে ততদিন বরিশালের সাংবাদিকরা ছিন্নমূলদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করবে বলে তিনি জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com