দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বরিশালের ছয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী (অব) কর্নেল জাহিদ ফারুক শামীম।
তিনি বর্তমানে বরিশাল ৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।
তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক ও মহানগর যুবলীগ আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতাকর্মীরা।
রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, জেলার ছয় সংসদীয় আসনে বিপরীতে এখন পর্যন্ত ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোনো প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন এমন তথ্য আমাদের কাছে নেই। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ।
এর আগে রোববার থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চালাচ্ছে প্রার্থী ও তার সমর্থকরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com