বরিশালে প্রাথমিকে পাসের হার ৯৭.৮% ও ইবতেদায়ীতে ৯৮.৫৪%

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৮ ভাগ ও ইবতেদায়ীতে পাসের হার ৯৮ দশমিক ৫৪ ভাগ। ফলে গতবছরের থেকে প্রাথমিক ও ইবতেদায়ীতে বেড়েছে পাশের হার। পাশাপাশি বেড়েছে পাশের জিপিএ-৫ এর সংখ্যা।

 

উর্ত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৫৭ জন এবং ইবতেদায়ীতে মোট জিপিএ-৫ পেয়েছে ১৯১ টি।

 

প্রকাশিত ফলাফলের তথ্যানুায়ী, গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে দশমিক ৫০ ভাগ পাসের হার কমেছে এবং ইবেতদায়ীতে বেড়েছে ৪ দশমিক ৩১ পাসের হার বেড়েছে। অপরদিকে গত বছরের থেকে এ বছরে প্রাথমিকে ৪৬৯ টি এবং ইবেতদায়ীতে ২১৮ টি জিপিএ-৫ কমেছে।

 

মোট জিপিএ-৫ এরমধ্যে প্রাথমিকে ছেলেরা পেয়েছে ১ হাজার ৯০২টি এবং মেয়েরো ৩ হাজার ২৫৫ টি এবং ইবতেদায়ীতে ছেলেরা পেয়েছে ৮৭ টি এবং মেয়েরা পেয়েছে ১০৪ টি।

 

প্রাথমিক ও ইবতেদায়ীতে এ বছর মোট ৪৯ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৯৭৭ জন সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে মোট পাশ করেছে ৪৫ হাজার ৬৮৪ জন এবং মোট অকৃতকার্য হয়েছে ১ হাজার ২৯০ জন।

 

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার জানিয়েছেন, সার্বিকভাবে ফলাফল সন্তোসজনক হয়েছে।