৪ এপ্রিল রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২৩০ জন শিল্পীকে ১০ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সাবেক সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশীদ মকসুদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ অনুদান গ্রহনকারী শিল্পীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার সংক্ষিপ্ত এক আলোচনায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সকলের হাতে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com