বরিশালে প্রধানমন্ত্রীর ফুফু আমেনা বেগম এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ-এমপি’র মা আমেনা বেগমের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে আমেনা বেগম ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফেরাত কামনায় মাস ব্যাপি কোরান খতম শেষে শনিবার বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতিম ও অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে। মিলাদে মরহুমার রুহের মাগফেরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনা করে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মীর্জা নুরুর রহমান বেগ। উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, বরগুনা-বেতাগী আসনের এমপি শওকত হাসানুর রহমান, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস জিওসি মেজর জেনারেল সাইফুল আলম, ডিজিএফআই কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জ ভারপ্রাপ্ত ডিআইজি মো. আজাদ মিয়া, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, ঢাকা মহানগর শ্রমীকলীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দারসহ জেলা, মহানগর এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, পদস্থ কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।