বরিশালে প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে ভালবাসা আর শুভেচ্ছায় জনসমুদ্রে পরিনত

লেখক:
প্রকাশ: ৫ years ago

এম.এস.আই লিমনঃ সংবর্ধনা নয় প্রতি মন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র প্রতি ভালবাসায় শুভেচ্ছা প্রদান করেছে বরিশাল বাসী।গতকাল দুপুর ৩ টা ৪০ মিনিটে তিনি রহমত পুর বিমান বন্ধরে পৌছালে তাকে শুভেচ্ছা জানাতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ সাধারন জনগনের উপস্থিতি জনসমুদ্রে পরিনত হয়েছে।

মন্ত্রী পরিষদের দায়িত্ব পেয়ে গতকাল প্রথম বরিশালে এসেছেন সদর আসনের সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম।বিমানবন্দরে তাকে ফুলে ফুলে সিক্ত করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা ও আওয়ামী লীগের নেতা-কর্মী সহ সাধারন মানুষ।দুপুর ৩টা ৪০ মিনিটে তিনি তিন দিনের সরকারি সফরে নভোএয়ারওয়েজ বিমান যোগে বরিশাল বিমানবন্দরে পৌয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম।

এসময় তার সফর সঙ্গি হয়ে বরিশালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন,চেম্বার অব কমার্সের সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত।

বিমান বন্দরে পৌছে বিমান থেকে নামার পরে সাধারন মানুষদের জন সমুদ্র আর তাদের ভালবাসায় সিক্ত হয়ে অভিবাদন জানায় প্রতি মন্ত্রী। এসময় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তাকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদ বেশ করেকটি তোরণ করে নগরীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ন সড়ক জুরে কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপিকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্ব প্রদান করায় দলীয় সভানেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো ব্যানার ফেষ্টুনে শুভেচ্ছা জানায়।এর পরে সার্কিট হাউসের ফ্লাক স্ট্যান্ডে প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ)জাহিদ ফারুক শামীমকে গার্ড অব অনার প্রদান করেন মেট্রোপলিটন পুলিশের একটি দল।

গতকাল সন্ধ্যায় সার্কিট হাউসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায়। মহানগর আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূর আলম দেশ জনপদকে জানান,প্রতি মন্ত্রীর তিন দিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার আজ সকাল ১০টায় কীর্তনখোলা নদী ভাঙন প্রতিরোধে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৩১ কোটি টাকার নদীর তীর সংরক্ষণ ও ৫.৬ কিলোমিটার ডুবচর গ্রেজিং প্রকল্প পরিদর্শন করবেন। এরপরে কীর্তনখোলার ভাঙনের হাত থেকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ১৪০ কোটি টাকার আরো একটি প্রকল্প প্রতিমন্ত্রীর পরিদর্শনের কথা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ।

আজ তার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ প্ররিদর্শন শেষে তার নিজ বাস ভবন নগরীর ১৫ নং ওয়ার্ড নিউ সার্কুলার রোডস্থ বেগম ভিলায় সাধারন মানুষের সাথে মতবিনিময় করবেন। বরিশাল সদর ৫ আসনের সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হবার পরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে নিজ শহর বরিশালে প্রথম আসাতে তাকে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনগণের উপস্থিতি জন সমুদ্রে পরিনত হয়। মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদ জানায়, সৎ আদর্শবান নেতাকে পেয়ে গর্বিত তারা এবং বরিশাল। তাকে ভালবেসেই সর্বস্তরের জনগন শুভেচ্ছা জানায়। বরিশালের উন্নয়নের গতিশীল করবে আরো পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেও জানায় তিনি।