প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০১৯, ১:০১ পূর্বাহ্ণ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত
আজ ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) এর আয়োজনে।বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, ইউএসএইড এর এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজিএবিলিটি প্রোগ্রামের। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সংক্রান্ত জেলা কমিটি, বরিশালের সদস্যবৃন্দের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
সভাপতিত্ব করেন বিপিইউএস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জমান পাভেল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল রাশিদা বেগম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মাহামুদ হাসান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রকল্প পরিচালক ইপিডি ব্লু ল ইন্টারন্যাশনাল হিজি স্মিথ, মানবাধিকার কর্মী সৈয়দ হাবিবুর রহমান, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এ্যাডঃ সাহিদা তালুকদার, সিআরপি বরিশালের ব্যবস্থাপক রুবিনা আক্তারসহ স্থানীয় প্রশাসন, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্য বলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা জন্য সরকার সকল ধরনের সাহায্য সহযোগিতা করছে, প্রতিবন্ধী যারা আছেন তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে বিষয়ে আমরা সর্বপরি সহযোগিতা করবো। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়নে আমরা সকলে সহযোগিতা করবো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com