বরিশালে প্রতিপক্ষের হাতে কৃষক খুন

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে কৃষক চিত্তরঞ্জন সরকার নিহত হয়েছে বলে জান গেছে।

 

তিনি ওই গ্রামের সুরেন্দ্রনাথ সরকারের পুত্র নিহতের ভাই সত্যরঞ্জন সরকার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৯ ডিসেম্বর বেলা ১২ টার দিকে প্রতিবেশী বজেন্দ্র নাথ সরকার, সৈকত সরকার, অনিল সরকার, নিখিল সরকার, সঞ্জয় সহ ৫/৬ জন মিলে তার ভাইকে কুপিয়ে জখম করে।

 

স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের ডাক্তার’রা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্ররন করেন।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কৃষক চিত্তরঞ্জন। নিহতের পরিবার জানান উজিরপুর মডেল থানা কে জানানো হয়েছে।

 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা শুনেছি লিখিত অভিযোগ এখন পাইনি।