বরিশালে প্রজ্ঞা ফাউন্ডেশনের বাৎসরিক মিলনমেলা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

প্রজ্ঞা ফাউন্ডেশনের বাৎসরিক মিলনমেলা ও রক্তদাতা সম্মাননা প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশালের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান “লাকুটিয়া জমিদার বাড়ি” ভেন্যূতে।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাকসেস শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অবধূত সংঘ মন্দির শারদাঞ্জলী গীতা নিকেতনের সভাপতি সুমন চন্দ্র গুহ। প্রোগ্রামে সভাপতিত্ব করেন জনাব মাসুদ পারভেজ রিয়াল।
এছাড়া প্রোগ্রামে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের প্রাায় অর্ধশতাধিক সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ।
উক্ত প্রোগ্রামে তিনবারের অধিক ও নিয়মিত রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়। তাদের হাতে তুলে দেয়া হয় ফাউন্ডেশের পক্ষ থেকে সম্মাননা স্মারক
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে হাবিবুর রহমান বলেন, “রক্তদান মহৎ কাজ। আমি নিজেও নিয়মিত রক্তদান করি। এছাড়া প্রজ্ঞা ফাউন্ডেশন একটি সমাজ সেবামূলক সংগঠন হিসেবে মানব কল্যানে কাজ করছে নিরবে। এটা প্রশংসনীয় এবং আমিও এর একজন কর্মী হিসেবে সাথে থাকতে চাই। আমি এর অগ্রগতি কামনা করছি”।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন জনাব মাসুদ পারভেজ রিয়াল।
সার্বিক সহযোগীতা ও পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সুভাশীষ দাস (সুভাষ)।
দিনব্যাপী এ প্রোগ্রাম ব্যাপক আনন্দ, বিনোদন, খেলাধূলা, লটারী ও পুরষ্কার বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।