পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে আজ দুপুরে বরিশাল নগরীর পাইকারী পেয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, ৯ ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান শুরু হয়।
তারই ধারাবাহিকতা হিসেবে আজ প্রথম দিনে নগরীর পাইকারী পেয়াজের বাজারে অভিযান চালানো হয়েছে। পাইকারী বাজারে মূল্যনির্ধারন না থাকা এবং পন্য মজুদ রাখা ও দাম বৃদ্ধি করে বিক্রীর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৯৫হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইন্দ্রানি দাস ও সমি রানি মিত্র। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com