বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের সদস্যদের সাথে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপির সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন এন্ড অপস) মোঃ মোখলেসুর রহমান-বিপিএম(বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেঞ্জের অতিরিক্ত ডিআইজ মোঃ আকরাম হোসেন। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিট হতে আগত পুলিশ সুপারগণ এবং উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রবিবার সকাল ১০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অতিরিক্ত আইজিপি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, মাদক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির উপর ভিত্তি করে, আমাদের অভিযান অব্যাহত রাখতে হবে।
রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোন কুচক্রী মহল যেন কোন ধরনের সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত চাউল থাকা সত্ত্বেও কিছু কালোবাজারি ও কুচক্রী মহল চাউল মজুত করে কৃত্রিম সংকটের দোহাই দিয়ে দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। এক্ষেত্রে সরকারের নির্দেশনা মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সকলকে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানায় একটি করে শিশু বান্ধব সেল গঠনের ক্ষেত্রে আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়নে অফিসার ইনচার্জসহ উদ্ধর্তন কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। প্রতিটি থানায় আলাদা একটি কক্ষে শিশু অপরাধীদের রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
আইনের সহায়তা প্রত্যাশি সকল নাগরিকের অভিযোগ, অফিসার ইনচার্জ নিজে ধৈর্য্য সহকারে শুনবেন এবং তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবেন। বাল্য বিবাহ রোধকল্পে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইসিটির বহুল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। অপরাধীকে সনাক্ত করণের ক্ষেত্রে সিডিআর/সিডিএমএস পদ্ধতির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে তিনি সকল সদস্যকে তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের আহব্বান জানান। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যের প্রতি আহব্বান জানান।