বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাদক বিরোধী অভিযানে গত ৫ দিনে ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ মে) দুপুরে বরিশাল নগরের পলিটেকনিক রোডে এক সংবাদ সম্মেলনে বিএমপি’র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকায় মাদক বিরোধী অভিযানের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম ও অপতৎপরতা রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানে গত ৫ দিনে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, দেহজীবী ও খদ্দেরসহ গ্রেফতার হয়েছে ৬৫জন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ হাজার ৪০৯ পিস ইয়াবা, ১ কেজি ৪শত গ্রাম গাঁজা, ১টি পাইপগান, ১টি চাপাতি, ১টি রামদা ও ৮ রাউন্ড খালি কার্তুজ।

তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরের কেডিসি এবং ঈদগাহ বস্তিসহ বিভিন্নস্থানে সাড়াশী অভিযান চালায় ৪ থানা ও গোয়েন্দা পুলিশ। তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীসহ মাদকে সম্পৃক্ত পুলিশ এবং বিভিন্ন পেশাজীবীসহ সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বরিশাল নগরে ২৬৭ জন মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। যাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১লা রমজান হতে ৫ম রমজান পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধারে বিভিন্ন থানা এলাকায় বরিশাল জেলা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে এ পর্যন্ত ২৯ জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় মোট ২৩ টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ৪৫০ গ্রাম গাঁজা ও ৪৮৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে জেলা পুলিশের দেয়া তথ্যানুযায়ী বরিশাল জেলায় ৩২৫ জনের মতো তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রয়েছে।