বরিশালে পিস্তল ও ইয়াবাসহ সোনা কাওসার গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশালের চিহ্নিত সন্ত্রাসী সোনা কাওসারকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (০৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বরিশাল র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বিডি ক্রাইম ২৪ কে জানিয়েছেন- শহরের কাউনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ‍এসময় তার কাছ থেকে ‍একটি বিদেশী পিস্তল ও বেশকিছু ‍ইয়াবা ‍উদ্ধার করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।