‘সোনালী আশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ’ শ্লোগানের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে সার্কিট হাউসের সামনে র্যালীর উদ্বোধন করেন সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে পাট পণ্য নিয়ে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ। এসময় পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক হারুন অর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।