সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টার দিকে, জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ হল রুম বরিশালে। বরিশালে পাট ও পাটপণ্যের উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যাবহারবৃদ্ধি এবং পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ব্রি বরিশাল ড. মোঃ আলমগীর হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিদাস শিকারী, যুগ্ম পরিচালক (বীজ বিপণন) বিএডিসি বরিশাল বিভাগ বরিশাল ড. এ কপ এম মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর বরিশাল মোঃ নওশের আজাদসহ পাটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা পাট ও পাটপণ্যের উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যাবহারবৃদ্ধি এবং পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন ২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com