বরিশাল কীর্তনখোলা নদীতে চোরাই পথে অবৈধভাবে পাচারকালে ৮ কন্টিন ডিজেলসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা। মঙ্গলবার চরআইচা খেয়াঘাট থেকে এসব মালামাল আটক করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল অভিযান পরিচালানা করে। তেলবাহি ট্রলার দেখতে পেয়ে ট্রলাটিকে ধাওয়া করে। কোস্টগার্ডের উপস্তিতি টের পেয়ে ট্রলাটি দ্রুত পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে কোস্টগার্ড ট্রলারটিকে ধরতে সক্ষম হয়। তবে পাচারকারিরা পালিয়ে গেলেও তেল ও ট্রলার জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের কন্টিজেন্ট কমান্ডার এম এনামুল হক জানান, আমরা ইউ এন ও স্যারকে বিষয়টি জানিয়েছি। আমদের অভিযান অব্যহত থাকবে এবং জব্দ কৃত ট্রলার তৈল ও টাকা বরিশাল কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট প্রতিদিন জ্বালানী তেল, সয়াবিন, পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন পন্য পাচার হয়ে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও ফাক-ফোকড় দিয়ে বিভিন্ন কৌশলে তারা চোরাই পথে পাচার করে আসছে। মাঝে মধ্যে এসব তেল ধরা পড়লেও থেমে নেই চোরা কারবারিরা।