হালকা-পাতলা শরীর আর পরনে নোংরা পোশাক। বেশভুষা পাগলের মতো। বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবেই এলোমেলো ঘুরে বেড়াতেন যুবক ইব্রাহিম ফরাজী (২২)।
কিছুদিন ধরে তার বিরুদ্ধে ছাত্রী ও পথচারী নারীদের উত্ত্যক্তের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে সমালোচনার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে গতকাল সোমবার রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, ইব্রাহীম ফরাজীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামে। বরিশাল শহরে অবস্থান নিয়ে ছদ্মবেশ ধারণ করেন তিনি।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি ও নারীদের শরীরে হাত দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন।
ভুক্তভোগীরা ফেসবুকের মাধ্যমে বিষয়টি সবার নজরে আনেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে শহরের বিএম কলেজ এলাকা থেকে তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম।
কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, কমিশনারের নির্দেশ পাওয়ায় গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
তিনি জিজ্ঞাসাবাদে ছদ্মবেশে নারীদের উত্ত্যক্ত করার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার মূল পেশা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা লোকজনের মালামাল চুরি করা।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, আটক যুবককে বিএমপির মিডিয়া ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছেন। পরবর্তীতে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com