বরিশালে পাওনা টাকা চাওয়ায় শেখ তৈহিদুল ইসলাম ফেরদৌস নামের এক ব্যবসায়ীকে খুনের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় আজ সোমবার (৮ এপ্রিল) বরিশাল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৬১/১৯। এ মামলায় অভিযুক্তরা হচ্ছেন- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪ নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামের রেবেকা সুলতানা (৪৫), তার মেয়ে মারিয়া ইসলাম সিনথিয়া (২১) এবং ছেলে সামিয়াদ ইসলাম সামি (১৯)।
এ মামলার বাদি নগরীর হাতেম আলী চৌমাথা এলাকার শেখ তৌহিদুল ইসলাম ফেরদৌস ও বিবাদিরা সম্পর্কে আত্মিয়।
মামলার এজাহার সুত্রে জানা গেছে- বিবাদিরা গত ২৫ মার্চ জমি বায়নার কথা বলে বাদির কাছ থেকে ৪ লাখ টাকা নেয়। এসময় ৮ দিন পরে টাকা ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারি স্টাম্পে চুক্তিপত্রও করে তারা। কিন্তু নির্ধারিত সময়সিমা পেরিয়ে গেলেও ব্যসায়ীর টাকা ফেরত দেয়া হচ্ছেনা। এমনকি এই টাকা চাইলে তাদের স্বজন আপন আহম্মেদ বিভিন্ন সময় খুন জখমের হুমকি দেন বাদিকে। এমতাবস্থায় বাদি অর্থাৎ ব্যবসায়ী সমুদয় অর্থ ফেরত পেতে আদালতের দারস্থ হয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com