পবিত্র ঈদ-উল আজহায় বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের নির্ধারিত স্থানের চেয়ে ৭টি বেশি।
তবে এতে পশু কোরবানি দিতে সাধারণ মানুষকে কোন ভোগান্তি হবে না বলে দাবী করছেন বিসিসি কর্তৃপক্ষ।
বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, পরিবেশ দুষণরোধে নির্দিষ্টস্থানে পশু কোরবানি করার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় গত চার বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরবানীর পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারন করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারন করা হয়েছে।
তবে পশু কোরবানীর হার বেড়ে যাওয়ায় গতবছর নির্ধারিত স্থানের সংখ্যা নির্ধারন করা হলেও জায়গার সঙ্কট দেখা দেয়। তাই এবছর যাচাই-বাছাই করে গত বছরের চেয়ে ৭টি বাড়িয়ে ১৪২টি স্থান নির্ধারন করা হয়েছে বলে জনান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com