প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০১৯, ১১:১০ অপরাহ্ণ
বরিশালে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমকে গতিশীলতা করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

আজ ১১ এপ্রিল সকাল ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরিশাল এর আয়োজনে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) বরিশাল এর হল রুমে। জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারি-অসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর ফিল্ড সার্ভসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, ডাঃ মোঃ সারোয়ার বারী (যুগ্ম সচিব), অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল, ডঃ মুঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, কনসালটেন্ট গাইনি বিভাগ, ডাঃ প্রফেসর হাওয়া আক্তার জাহান, প্রগ্রাম ম্যানেজার (জিজিএফপি) অধিদপ্তর ঢাকা, ডাঃ সামসুল করিমসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি বৃন্দরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com