বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর গ্রামের প্রবাসীর স্বপ্নের সংসার তছনছ করে সোণার গহনা, নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল আত্মসাৎ করে পালায়নের অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে।
প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করে গৃহবধুসহ তার বাবা-মাকে অভিযুক্তকরে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই গৃহবধুর দেবর রিয়াজ হাওলাদার। অভিযোগটি চরমোনাই ইউনিয়নের নলচর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী সালাম হাওলাদারের স্ত্রী ও তার শ্বশুর শ্বাশুড়ীর বিরুদ্ধে।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, ওই গ্রামের আ: জলিল হাওলাদারের ছেলে সালাম হাওলাদারের সাথে মেহেন্দিগঞ্জ উপজেলার গাগরিয়া গ্রামের মাহেব হাওলাদারের বড় মেয়ে আয়শা আক্তার তানিয়ার সাথে ৯ বছর পূর্বে পারিবারিক ভাবে ইসলামী শরিয়াহ মতে বিয়ে হয়।
বিয়ের পর থেকে সালাম হাওলাদার কয়েকবার ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে স্বপ্নের সংসার গড়ার আশায় নিয়মিত প্রবাস জীবন যাপন করেন। স্বামী বিদেশে থাকার সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয় সালিশ, থানায় অভিযোগ ও বিজ্ঞ আদালতে অভিযোগ থাকারপরও সমাজ ও নিজের ভবিষ্যতের কথা বিবেচনা করে স্ত্রীর অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় জীবন সংসার শুরু করেন সালাম হাওলাদার ।
বর্তমানে সালাম হাওলাদার বিদেশে বসবাস করেন, আর এই সুযোগে তার স্ত্রী আবারো পরকিয়ায় জড়িয়ে পড়ে। এদিকে গৃহবধুর পরকিয়ার বিষয়টি তার শ্বশুর পরিবারের লোকজন টের পাওয়ার পর তাকে ডাকদিলে সে শ্বশুর পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে ব্যাংকে জমানো নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ প্রায় ৫০ লক্ষটাকার জিনিসপত্র নিয়ে গত ৩১ সে জানুয়ারী তার ঢাকার বাসা থেকে পালিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী প্রবাসী সালাম হাওলাদার মুঠোফোনে এ প্রতিবেধককে জানান, আমার এত বছরের প্রবাস জীবনে রোজগারের সকল টাকা পয়সা নিয়ে গেছে সে, আমি তার বিচার চাই। থানায় অভিযোগকারী ওই গৃহবধুর দেবর রিয়াজ হাওলাদার বলেন, আমরা আমার ভাইয়ের বউকে বোনের মত দেখে এতবার ক্ষমা করেছি, তার বাবা-মাকে জানালে তারা আরোও মেয়েকে অন্যায় কাজে উৎসাহ দেয়।
প্রশাসনের কাছে গৃহবধুসহ তার বাবা মার বিচার চাই। এবিষয়ে অভিযুক্ত ওই গৃহবধু মুঠো ফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) এছকান্দার সরদার জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেয়েটি পরকিয়ায় আশক্ত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনুনাগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।