বরিশালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত করণে সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুষ্ঠ সুন্দর ও নিরাপদে উদযাপন নিশ্চিত করেণে কর্মপন্থা গ্রহনের লক্ষে জেলা প্রশাসক দপ্তরে এক সমন্বয় সভা অুনুষ্ঠত হয়।

জেলা প্রশাসক মোঃ হাবিুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কে যানজট নিরসন,বাসস্ট্যান্ড টারমিনাল এলাকা যত্রতত্র যাবাহন পার্কিং বন্ধ করার জন্য ট্রাফিক ব্যাবস্থা জোড়দার করা,লঞ্চে বাসে অতিরিক্ত যাত্রী বহন করা নিষিদ্ধ করাসহ ঈদের তিনদিন পূর্বে ও ঈদের পরের তিনদিন নগরী ও সর্বস্থরের আইন শৃঙ্খলা ও সাবিক পরিস্থিতি নিয়ন্ত্রন রাখাসহ সতেরোটি বিষয়ের উপর আলোচনা সভায় পুলিশ প্রসাশন,র‌্যাব, আনসার,ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ,বাস মালিক সমিতি ও লঞ্চ মালিক সমিতি,বিআইডব্লিউটিএ.কোস্টগার্ড,নৌ পুলিশ,বিদ্যুৎ বিভাগ ও নৌ পরিবহন অধিদপ্তরের কাছে সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।

এসময় সতেরোটি বিষয় উপাস্থাপন করেন সদ্যযোগদান কারী অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ ইকবাল আখতার। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান মেট্রোপলিটন হেড কোয়াটার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খান মোহাম্মদ আবু নাসের, র‌্যাব (৮) সহকারী পরিচালক আউয়াল হোসেন, এবং বাস মালিক সমিতি সভাপতি আফতাব আহমেদ,আজিজুর রহমান শাহিন,কাউসার হোসেন সিপন,জেলা আনসার পরিচালক কামাল আহমেদ সহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগন উপস্থিত থেকে স্ব স্ব স্থান থেকে নগরবাসীকে ঈদ উপলক্ষে সহযোগীতা করা হবে বলে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে আশ্বাস প্রদান করেন।