বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর উদ্বোধণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রশিক্ষনের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৫ম পর্ব) উদ্বোধণ করা হয়েছে। আজ বুধবার সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক

আবু তাহের মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান শহিদ মোঃ শাহনেওয়াজ।

জানা গেছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৫ম পর্বের আওতায় বরিশাল বিভাগের দুই হাজার দুইশত জন মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ২৪-৩৫ বছরের বেকার যুবক যুবতীদের তিন মাস ব্যাপি প্রশিক্ষন প্রদানের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।