বরিশালে নৌ-পুলিশের অভিযানে ৫২ মণ জাটকা জব্দ

:
: ২ years ago

রিশাল নৌ-পুলিশ অভিযানে ৫২ মন জাটকা জব্দ করা হয়েছে।

নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নেতৃত্বে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান, বরিশাল অঞ্চল অফিসের পুলিশ পরিদর্শক আবদুল জলিলসহ নৌ পুলিশের সদস্যরা গতকাল শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার সময় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশালের দপদপিয়া সেতুর ঢালে টোলগর সংলগ্ন স্থানে একাধিক যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৫২ মণ জাটকা উদ্ধার করা হয়।

 

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কফিল উদ্দীন জানান, বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৫২ মন জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে আজ সকাল ১০টার সময় জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।