বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদারের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন অনৈতিক ভিডিও ভাইরাল, ধর্ষণ মামলাসহ বহু অভিযোগের কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিও তুলেছেন একাধিক নেতাকর্মী।
বেশ কিছুদিন যাবত একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই অডিওতে ওই ইউনিয়নের এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর মেয়ের সঙ্গে মোবাইলে কথার একপর্যায়ে তাকে কুপ্রস্তাব দিয়ে ঢাকার এক বন্ধুর বাসায় ৩ দিন স্বামী-স্ত্রী হিসেবে থাকার অনুমতি চান।
এমনকি ওই অডিওতে আরও শোনা যায়- তাকে ভারতে ঘুরতে নেওয়ারও প্রলোভন দেখানো হয় এবং সেখানেও স্বামী-স্ত্রী হিসেবে বসবাসের জন্য তাকে বলা হয়।
এর রেশ কাটতে না কাটতেই আরও একটি অডিও ভাইরাল হয়; যা দক্ষিণ বঙ্গের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহকে নিয়ে।
এতে শোনা যায় ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো. হারুন হাওলাদার ইদ্রিস সরদারকে ফোন করে বলেন, তুমি এখনো বসে আছ? বুড়ো মিয়ার (আবুল হাসানাত আব্দুল্লাহ) সঙ্গে কথা বল।
অপরপ্রান্ত থেকে তার উত্তরে ইদ্রিস সরদার জানান, আবুল হাসানাত আব্দুল্লাহকে বোয়াল উপাধি দিয়ে বলেন- তাকে তো অন্য গ্রুপরা অনেক টাকা-পয়সা দেওয়ার চেষ্টা করছে। তার কাছে গেলে তো টাকার দরকার।
এছাড়া এই ইদ্রিস সরদার ২০১১ সালে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে নিটল টাটা কোম্পানিতে চাকরি করার সুবাদে বেশির ভাগই ঢাকায় বসবাস করতেন। চাকরি হারিয়ে ঢাকাতেই গার্মেন্টস ব্যবসা শুরু করেন। এলাকার রাজনৈতিক অঙ্গনে তার তেমন কোনো পদচারণা ছিল না।
এছাড়া ২০১৩ সালে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ইদ্রিস সরদারের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
ইদ্রিস সরদারের অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে দলীয় নেতাকর্মীদের হাতে বহুবার মার খেতে হয়েছে তাকে। সব মিলিয়ে সাতলা ইউনিয়নসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটি চরম ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহিন হাওলাদার জানান, ইদ্রিস সরদারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অত্যন্ত লজ্জিত।
বিষয়গুলো আমাদের রাজনৈতিক অভিভাবক জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী অবগত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মশিউর জানান, বিষয়গুলো আওয়ামীলীগের জন্য নিন্দনীয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বালী জানান, অতি দ্রুত ইদ্রিস সরদারকে দল থেকে বহিষ্কার করা উচিত।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটন জানান, জেলা নেতৃবৃন্দ বিষয়গুলো ইতোমধ্যে অবগত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন জানান, এই সকল খারাপ অডিও-ভিডিও দেখতেও ইচ্ছে করে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
অভিযোগের ব্যাপারে ইদ্রিস সরদার জানান, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের জন্য প্রস্তাব করায় ক্ষিপ্ত হয়ে বিপক্ষ গ্রুপ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর এ অডিওগুলো অনেক আগের।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com