আজ ৮ আগস্ট রাত ৯ টায় বরিশাল সদর লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকা গামি পারাবাত ১২ লঞ্চে অভিযান চালিয়ে ৯ টি বস্তায় ১৩৫০০ কেজি, পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় জব্দ করা হয়। বরিশাল লঞ্চঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাব্বির আহমেদ।
এসময়, উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬ক লংঘন করে পরিবেশের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন পরিবহন করার অপরাধে। পারাবাত ১২ লঞ্চকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।