বরিশালে নির্বাচনী পোষ্টার-ব্যানার অপসারন শুরু

:
: ৫ years ago

নির্বাচনী ব্যানার-পোষ্টার অপসারন কাজ শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার চার দিনের মাথাও গতকাল (০৩ ডিসেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

বিসিসি’র বিজ্ঞাপন বিভাগ থেকে জানানো হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটি রাস্তা, পাড়া-মহল্লায় সংসদ সদস্য প্রার্থীদের পোষ্টার ও ব্যানার লাগানো হয়।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে ওইসব নির্বাচনী পোষ্টার-ব্যানার সহ অবৈধভাবে টানানো বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী অপসারন শুরু করেছেন তারা।

তিনি বলেন, প্রথম দিনেই নগরীর সদর রোড সহ বিভিন্ন ‍এলাকার ব্যানার-পোষ্টার অপসারন করেন। দু’একদিনের মধ্যেই পুরো নগরী নির্বাচনী পোষ্টার-ব্যানার মুক্ত হবে বলে জানান তারা।