প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০১৯, ৮:৩৪ অপরাহ্ণ
বরিশালে নিরাপত্তা খাদ্য আইনে মোবাইল কোর্ট অভিযানে ১ বছরের সশ্রম কারাদণ্ড
আজ ২১ মে বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর পলাশপুর এলাকায় নিরাপত্তা খাদ্য আইন ২০১৩ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খান মোঃ আব্দুল্লাহ আল মামুন।
এসময় পলাশপুর লিটন হাওলাদার এর কারখানায় এম হোসেন গলি ৫ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে বেশ কিছু নামি দামী কোম্পানি নকল চিপস এবং বিভিন্ন খাবার যেমন-প্রাণ চিপস, টিফিন চিপস, হরলিকস, অলটাইম, শেফ ফুট, পাপস চিপস, শনপাপরী, বিস্ক ক্লাব, মার্যা ক্রিম, ঝিনুক চিপস, চানাচুর, মোয়া, বুট ইত্যাদি খাবার সামগ্রী উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতকরণ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার, খাবার অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকরণ ইত্যাদি কারণে। নিরাপত্তা খাদ্য আইন ২০১৩ এর ৩৭ ধারা মোতাবেগ কৃত অপরাধে মালিক মোঃ লিটন হাওলাদার কে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং কারখানাটি সিল গলা করে দেয়।
এসময় প্রসিকিউশন প্রদান করেন স্যানিটেরি ইন্সপেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন, সৈয়দ এনামুল হক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com