বরিশালে নিম্ন আয়ের পরিবারের মাঝে মেয়রের খাদ্য সহায়তা অব্যাহত

লেখক:
প্রকাশ: ৪ years ago

করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ১৫ এপ্রিল নগরীর ১৭ ও ২৯ নম্বর ওয়ার্ডের দুই হাজার তিনশত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১৭তম দিনে গতকাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ৬০০ ও ২৯ নম্বর ওয়ার্ডের ১৭০০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এতে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান। ত্রান কার্যক্রমে অংশ নেয়া বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ করোনার ফলে নগরীর খেটে খাওয়া অগনিত কর্মহীন মানুষের দূর্দশা লাঘবে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি চালু করে।

এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবারও এসহায়তা পৌঁছে দেয়া হয়। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।