কোটাবিরোধী আন্দোলনে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত মুহাম্মদ ফয়সাল আহমেদ শান্তর মরদেহ বরিশাল এসে পৌঁছেছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি গ্রামে তার মরদেহ নিয়ে আসা হয়। এ সময় লাশবাহী গাড়ির সঙ্গে শান্তর বাবা-মা ও শিক্ষক ছিলেন। গ্রামের বাড়িতে শান্তর মরদেহ পৌঁছনোর পর মাতম দেখা যায়।
কান্নায় পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
নিহত শান্ত চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে সেখানকার এমইসি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। শান্ত রহমতপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে। তার বাবা জাহাজে চাকরি করেন।
তারা এক ভাই ও এক বোন। ছোট বোন সুমাইয়া জান্নাত সপ্তম শ্রেণির ছাত্রী।
শান্তর বাবা জাকির হোসেন বলেন, তার ছেলে আন্দোলনের সম্পৃক্ত ছিল না। প্রাইভেট পড়তে গিয়েছিল।
তখন পুলিশের গুলিতে নিহত হয়। তার দেহে তিনটি গুলি লেগেছিল।
শান্তর প্রতিবেশী আলাউদ্দিন জানান, শান্ত একেবারে শান্তশিষ্ট। চট্টগ্রামে থাকত বাবা-মায়ের সেঙ্গে। মাঝে মাঝে বরিশাল আসত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com