বরিশালের কানকি খালে মাগরিবের নামাজের ওযু করতে গিয়ে নিখোঁজের ৬ ঘন্টা পর মো. সুমন হাওলাদারের (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নিহত সুমন হাওলাদার বাকেরগঞ্জের কানকি গ্রামের বীরমুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
এসময় তিনি জানান, মঙ্গলবার (২৫ জানুয়ারি) মাগরিবের আযানের পূর্বে বাড়ি পাশে বাকেরগঞ্জের কানকি খালে ওযু করতে গেলে মো. সুমন হাওলাদার নিখোঁজ হন। প্রথমে পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করে না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থালে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত ১০ টার পরে কানকি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।
সুমন দীর্ঘদিন যাবত মৃগীরোগে আক্রান্ত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেয়ায় মঙ্গলবার রাতেই সুমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com