চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলংগ্ন সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন হাসপাতালের নার্স ও বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তৃতা করেন বিএম কলেজের সাবেক অধ্যাপক শাহ সাজেদা, উন্নয়নকর্মী আনোয়ার জাহিদ ও নার্স সেলিনা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিগত দিনে অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। তানিয়া হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com