বরিশালে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধ বিষয়ক নাগরিক সমাজের সাথে মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৭ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে আইসিডিএ মিলনায়তনে। ব্র্যাকের সহযোগিতায়, প্রত্যাশার আয়োজনে। নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণ বিষয়ক নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাকের এইচআর অফিসার মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল রাশিদা বেগম, আইসিডিএ এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ, মহিলা কাউন্সিলর বিসিসি বরিশাল কোহিনুর বেগম, প্রধান শিক্ষক হালিমা খাতুন স্কুল এস এম ফখরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রত্যাশার নির্বাহী পরিচালক মোস্তফা আব্দুল বাতেন রুশদীসহ বরিশালের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।