বরিশালে নানা আয়োজনে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০১৯ উদযাপিত।

লেখক:
প্রকাশ: ৬ years ago

নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ এই শ্লোগান নিয়ে। আজ ২৮ এপ্রিল সকাল ৯ টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে।কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল এর আমানতগঞ্জ অফিস থেকে র‌্যালি বের হয়ে নগরীর সদর রোড প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। পরে শেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল, হিমন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বরিশাল কোতয়ালী মডেল থানা, মোঃ রাসেল, সেফটি ম্যানেজার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ প্রকল্প, দেং লিবো, ব্যবস্থাপনা পরিচালক অমৃত লাল দে এন্ড কোঃ লিঃ, শ্রী বিজয় কৃষ্ণ দে, মহাব্যবস্থাপক কেমিষ্ট ল্যাব বরিশাল, কাজল ঘোষ, উপ পরিচালক আঞ্চলিক শ্রম দপ্তর বরিশাল, ওসমান গনিসহ কলকারখানার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।