‘‘নাগরিক তথ্য নিবন্ধন করি-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে গত ২১-৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশালে নাগরিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
এরই ধারবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নাগরিকদের হাতে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন পিপিএম-সেবা।
এসময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন নাগরিকদের বলেন, মানুষের নিরাপত্তার বিষয় চিন্তা করেই সকল নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সকলেই সঠিক তথ্য দিয়ে ফরম পুরণ করবেন। নাগরিকদের কোন সমস্যা থাকলে জানাবেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর দড়জা ২৪ঘন্টাই খোলা আপনাদের জন্য।
তথ্য ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন (উত্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্বাস উদ্দিন, সহকারী উপ-পুলিশ কমিশনার (উত্তর) এয়ারপোর্ট থানা নাসরিন জাহান, এয়ারপোর্ট থানা ওসি জাহিদ বিন আলম প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com